পবিএ মাহে রমজান ১২ মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন" রোজা আমার "আর এর প্রতিদান আমি আমার নিজ হাতে দেব। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ হজ্জ্ব যাকাতকে কোন ইবাদতকে আমার বলেন নি। শুধু রোজাকে বলছেন। আর প্রতিদান হল। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে রোজাদারদের সাথে সাক্ষাৎ করবেন। যাকে দিদারে এলাহী বলে।