মোহাম্মদ শামীম প্রায় বারো বছর ধরে ব্যাবসা করছেন এই সুপার মার্কেটের তিন ও দুই তলায়। স্টাইল জোন নামের ২ টা দোকান। প্রায় ৪১ লাখ টাকার টি শার্ট ছিলো ওই দুই দোকানে। ঈদ সামনে রেখে দিন তিনেক আগে ও ১১ লাখ টাকার পণ্য তুলেছিলেন তিনি
এর বাইরে তিন লাখ টাকা ছিলো ক্যাশ বাক্সে। শনিবারের ভোরের আগুনে সব পুড়ে ছাই। যা বাঁচাতে পেড়েছেন তাও ভিজে। সব হারিয়ে কাঁদছেন শামীম।
শামীম দেলোয়ারে মতো আগুনের খবর শুনের নিউমার্কেটের নিচে এসে ভিড় করছেন অনেক ব্যবসায়ী ও তাদের স্বজনরা। সেখানে এসেই কান্না করছেন তারা। তাদের আহাজারিতে এখন ভারী হয়ে উঠেছে এলাকার বাতাস
আগুনে তিন তলার এই মার্কেটের দ্বিতীয় ও তৃতীয় তলা সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এ মার্কেটে দোকান রয়েছে অন্তত ১২ শো।
শনিবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে লাগা এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট, বিজিবির ১২ প্লাটুনসহ অন্যান্য বাহিনীর সদস্যরা।
Leave a Reply