টানা প্রায় অর্ধ মাস প্রচণ্ড দাবদাহে অতিষ্ঠ জনজীবন। দেশে তাপমাত্রা বাড়তে বাড়তে আজ সোমবার (১৭ এপ্রিল) তা গিয়ে দাঁড়িয়েছে ৪৩ ডিগ্রিতে। সর্বোচ্চ এই তাপমাত্রা ছিল ঈশ্বরদীতে। এমন অবস্থায় বৃষ্টির অপেক্ষা দিন গুনছে মানুষ। ঠিক এমন এক মুহূর্তে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান জানালেন স্বস্তির সংবাদ। পূর্বাভাস দিলেন বৃষ্টির। একইসঙ্গে জানালেন, আগামীকাল থেকে দেশের তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে। তারা বলছে, ২৩ এপ্রিল থেকে সারা দেশে হালকা থেকে মাঝারি বৃষ্টিসহ হাওড় অঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।