Apollotv24.com
কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুর রেল স্টেশনে দুই ট্রেনের সংঘর্ষের ঘটনায় রেলের চার জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) পূর্বাঞ্চলীয় রেলের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দায়িত্ব অবহেলার কারণে তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত শেষে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বরখাস্ত হওয়া চার জন হলেন- স্টেশনের গার্ড আবদুল কাদের, লোকো মাস্টার জসিম উদ্দিন, সহকারী লোকো মাস্টার মো. মহসিন ও সিগন্যাল মেইনটেইনার আবদুল ওয়াহিদ।
এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোশারেফ হোসেন, কমিটির সদস্য সচিব নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান মেহবুব ও কমিটির সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান ও কুমিল্লা রেলওয়ে স্টেশন মাস্টার মাহবুবুর রহমান ও লাকসাম রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন।
ঘটনাস্থল পরিদর্শন শেষে কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোশারেফ হোসেন বলেন, আমরা কাজ করছি ঘটনাটি নিয়ে। তিন কার্য দিবসের মধ্যেই ঘটনার কারণ সম্পর্কে জানা যাবে বলে মনে করছি। তাছাড়া যদি এর সঙ্গে কেউ জড়িত থাকে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে, রবিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে হাসানপুর রেল স্টেশনের চার নম্বর লুফ লাইনে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনকে পেছন দিক থেকে ধাক্কা দেয় ঢাকা অভিমুখী বিরতিহীন সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন। এতে দুমড়েমুচড়ে যায় ওই ট্রেনের ছয়টি বগি। দুই ট্রেনের মোট সাতটি বগি লাইনচ্যুত হয়। গুরুতর চার জনসহ আহত হন ৩৫ জন।