চলছে পবিত্র মাহে রমজান। আজ পবিত্র লাইলাতুল কদর। তবে গত কয়েকদিনের তুলনায় মঙ্গলবার তাপদাহ কম ছিল।
প্রচণ্ড তাপদাহের মধ্যে সেহরি থেকে ইফতার পর্যন্ত দীর্ঘ সময় রোজা রাখছেন রোজাদাররা। এর মধ্যে হচ্ছে প্রচুর পরিমানে লোডশেডিং। ৭২ ঘন্টার মধ্যে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানান চাঁদপুর আবহাওয়া পর্যবেক্ষণাগার এর অফিসার ইনচার্জ শাহ মুহাম্মদ শােয়েব।
মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত রোদের তাপ গত কয়েকদিনের তুলনায় কম ছিল। গরমে যোহর ও আসর নামাজের পর অনেক মুসল্লীদের মসজিদে শুয়ে থাকতে দেখা যায়।
চাঁদপুর আবহাওয়া পর্যবেক্ষণাগার এর অফিসার ইনচার্জ শাহ মুহাম্মদ শােয়েব Apollotv24.com জানান, ‘চাঁদপুরে রোববার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।’
Leave a Reply