ফুলে ফুলে ভরে যাক তোমাদের জীবন
রংধনুর মত সাত রঙে রাঙ্গুক তোমাদের জীবন
দুঃখ কষ্টগুলো হারিয়ে যাক দুর অজানা দেশে
তোমাদের জীবন যেন সুখের সাগরে ভাসে
এসএসসি ও দাখিল পরীক্ষার জন্য রইল শুভকামনা ।
প্রত্যেক শিক্ষার্থীকে জানাই তাদের পরীক্ষার জন্য দোয়া এবং শুভকামনা ।
শুভ হোক সকলের এসএসসি ও দাখিলের পরীক্ষা ।
তোমরা নিজের উপর বিশ্বাস রাখবা কোন কিছুকেই ভয় করার দরকার নেই,
পরীক্ষার সেন্টারে মন খুলে পরীক্ষা দিবা,
দোয়া রাখি তোমরা এসএসসি ও দাখিল পরীক্ষা ভালো রেজাল্ট করবা।
পরীক্ষার আগে তোমাদের সকল পরিশ্রমকে সর্বোত্তম প্রতিদান আল্লাহ্ যেনো দেয়।
তোমরা সেরা গ্রেট পেতে এবং তোমরা সমৃদ্ধি আরো এগিয়ে যেতে পারবে,ইনশাআল্লাহ্।
চাওয়া যেন পাওয়া হয় পরীক্ষা যেন ভাল হয়
কল্পনা যেন বাস্তব হয় জীবন যেন সুখী হয়
সম্ভাবনা যেন পূর্ণ হয়
আর তোমাদের এসএসসি ও দাখিল পরীক্ষার রেজাল্ট যেন ভালো হয়।
মহান রাব্বুল আলামিন যেন এবারে এসএসসি ও দাখিল পরীক্ষায় সকলের মনের আশা পূর্ণ করে,
সকলেই যেন তাদের কাঙ্ক্ষিত রেজাল্টই পায় ।
শুভ হোক সকলের এসএসসি ও দাখিল পরীক্ষা।
প্রকাশক সম্পাদকঃ- ডাঃ এম এ কাদের মোল্লা।
Leave a Reply