আজ ১৫২৩বাংলা ১৪৪৪ হিজরি ২০২৩ইং রোজ সোমবার ০১/০৫/২৩
রোজ সোমবার ঐতিহাসিক পহেলা মে দিবস
বিক্রয় প্রতিনিধি জোট লক্ষ্মী পুর জেলা।
১৫২৩বাংলা ১৪৪৪হিজরি ২০২৩ সাল রোজ সোমবার ঐতিহাসিক পহেলা মে শ্রমিক আন্দোলন এর এক শ্বরনিয় দিন। যাদের আর্তচিৎকার সারা বিশ্ব কেঁপে উঠছিল। যাদের কারণে আজকে আমরা মে দিবস পালন করছি। তাদের জানাই সালাম। আজকে ও শ্রমিক রা অত্যাচারিত নিপিড়ীত হয়েছেন অধিকার প্রতিষ্ঠা করবার জন্য। সরকারি সকল প্রতিষ্ঠান স্বপ্তাহে
২ দিন বন্ধ দেওয়া হয়েছে। কিন্ত শ্রমিকদের কোন ছুটি নেই। শুক্রবার ও ঢিওটি করানো হয়। বেতন বাতা ঠিক মতো পায়না বিভিন্ন অজুহাত দেখিয়ে তাদের কে বন্চিত করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ- ডাঃ এম এ কাদের মোল্লা।