1. admin@dailygoyendasongbad.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজার উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা আশ্রয় শিবিরগুলো ডেঙ্গুর ‘হটস্পট’ হয়ে উঠেছে। হাকিমপুর থানা পু্লিশ কর্তৃক হিলিতে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার।। পরিবেশ দূষন করে আসছে ফরিদগঞ্জ উপজেলার ৩ নং পূর্ব ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের পাচুর বাড়ির লোক জন। আদানির বকেয়া ১৭ কোটি টাকা এ মাসেই পরিশোধ করবে সরকার। চাঁদপুর শহরে অস্ত্র নিয়ে কিশোর গ্যাংয়ের মহড়া, আটক ৮ যে সব কারণে নিষিদ্ধ হলো ছাত্র লীগ। ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসায় নিয়োগ পরিক্ষায় ব্যাপক অনিয়ম। পিতা-মাতার হক আদায়ে সন্তানের যা করণীয়। ফরিদগঞ্জ সি.এইচ.সিপি’র সভাপতি সবুজ পাটোয়ারী সম্পাদক মোশাররফ। লিভ-ইনের প্রস্তাবে মায়ের অনুমতি নিতে বলেন কারিনা

ঘূর্নিঝড় মোখা রাতের দিকে পরিবর্তনের সম্ভাবনা।

দৈনিক গোয়েন্দা সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ২৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 Apollotv24.com

প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হলো ‘মোখা’, রাতেই দিক পরিবর্তনের সম্ভাবনা

প্রকাশিত: ২২:১০, ১১ মে ২০২৩

প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হলো ‘মোখা’, রাতেই দিক পরিবর্তনের সম্ভাবনা

উইন্ডি ডটকমের আপডেট থেকে সংগৃহীত স্ক্রিনশট

প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখা। বাংলাদেশ আবহাওয়া অফিস জানিয়েছে, এটি ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে শক্তি বাড়িয়ে গত ৬ ঘণ্টায় মোংলা ও পায়রা সমুদ্র বন্দরের দিকে ৫৫ কিলোমিটার এগিয়ে এসেছে। তবে সকালেই আগেই দিক পরিবর্তন করে ক্রমন্বয়ে উত্তর -উত্তরপূর্ব (কক্সবাজার-মিয়ানমারের) দিকে অগ্রসর হতে পারে প্রবল ঘূর্ণিঝড় মোখা।

বৃহস্পতিবার (১১ মে) রাত ৯টায় দেওয়া আবহাওয়ার সবশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় মোখা আরও উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১২০৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার থেকে ১১৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১১৬৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১১৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

এটি শুক্রবার সকালের মধ্যে আরও অগ্রসর ও ঘণীভূত হয়ে পরবর্তীতে দিক পরিবর্তন করে ক্রমন্বয়ে উত্তর -উত্তরপূর্ব (কক্সবাজার-মিয়ানমারের) দিকে অগ্রসর হতে পারে বলেও জানানো হয়েছে আবহাওয়ার সর্বশেষ বিজ্ঞপ্তিতে।

এর আগে দুপুরে দেওয়া আবহাওয়ার ৬ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুর ১২টা পর্যন্ত ঘূর্ণিঝড় মোখা চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১২৫৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার থেকে ১১৮০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১২২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১১৮৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। সে হিসেবে এটি ৬ ঘণ্টায় মোংলা ও পায়রার দিকে ৫৫ এবং কক্সবাজার-চট্টগ্রামের দিকে ৫০ কিলোমিটার এগিয়ে এসেছে।

সর্বশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস আরও জানায়, গভীর নিম্নচাপ কেন্দ্রের ৬৪ কিলোমিটার এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ৯০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ১১০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রের  কাছে সাগর উত্তাল রয়েছে বলেও জানানো হয়।

দুর্ঘটনা এড়াতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। একইসঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তাদের গভীর সাগরে বিচরণ না করতেও বলেছে আবহাওয়া অফিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক গোয়েন্দা সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park