ঢাকা প্রতিনিধিঃ- Apollotv24.com সম্পাদক ও প্রকাশক ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাবের সদস্য হয়েছেন। তিন অনেক গুলো সমাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। তিনি ডি এম ফাউন্ডেশন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং জনতা জনকল্যাণ ফাউন্ডেশনের প্রজেক্ট ডিরেক্টর। তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা কেন্দ্রীয় পরিচালক। আইন সহায়তা কেন্দ্রর কেন্দ্রীয় পরিচালক। কেন্দ্রীয় নির্বাচন পর্যবেক্ষক।বাংলাদেশ কনজুমার রাইটস ক্রেতা-ভোক্তাধিকার কেন্দ্রীয় পরিচালক। সহকারী সম্পাদক জাতীয়য় মিডিয়া ভিত্তিক দৈনিক সন্ধ্যাবাণী। সহকারী সম্পাদক ইংরেজি দৈনিক ডেলি প্রেজেন্ট টাইমস।
তিনি তার প্রতিক্রিয়া বলেন আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া আদায় করছি।কোটি কোটি দুরুদ প্রেরণ করছি দয়াল নবী (সাঃ) কদম মোবারকে।আমি যেন এই সামাজিক কাজগুলো সুন্দর করতে পারি এই জন্য সকলের কাছে দোয়া কামনা করছি।