লায়ন মুহাম্মাদ মাসুদুর রহমান শেখ প্রতিষ্ঠতা ও সভাপ্রতি লায়ন ক্লাব অফ ঢাকা প্যারাডাইস ওয়াল্ড। 💢ব্যবস্হপনা পরিচালকঃ- শেখ হোল্ডিংস লিমিটেড। 💢প্রোপাইটারঃ-ভিশন এইড। 💢 প্রোপাইটরঃ-ইভেন্ট ফর ফিউচার।💢প্রোপাইটরঃ-ভিক্টোরিয়া টেড্রাস 💢চেয়ারম্যানঃ- সবুজ বাংলা উন্নয়ন সংস্থা। তিনি জীবনের শুরু হতে নিজকে মানব সেবায় নিয়োজিত রেখেছেন। তিনি বলেন সবার সহযোগিতা পেলে সামাজিক কাজ গুলো সারাদেশ ছড়িয়ে দিতে পারবেন। তাই তিনি সমাজের ভিত্তবানদের সহযোগিত কামনা করছেন। উনি মনোহরদী থানার নরসিংদী জেলার একজন কৃতি সন্তান।
তিনি সবার কাছে দোয়া কামনা করছেন।