বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর রাখছে জাতিসংঘ’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:২১, ৯ জানুয়ারি ২০২৪
‘বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর রাখছে জাতিসংঘ’
বাংলাদেশের পরিস্থিতির দিকে জাতিসংঘ নজর রাখছে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এদিকে, নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন কমনওয়েলথের মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড।
সোমবার (৮ জানুয়ারি) জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মহাসচিবের সহযোগী মুখপাত্র ফ্লোরেন্সিয়া সোতো নিনো জানান, প্রধান বিরোধীদলের নির্বাচন বর্জন আর ভিন্নমত-সমালোচনা দমনসহ বিরোধী নেতাদের গ্রেফতারের অভিযোগের বিষয়ে তারা অবগত। ফ্লোরেন্সিয়া সোতো বলেন, এমন এক পরিবেশে নির্বাচন হয়েছে, যেখানে হাজার হাজার মানুষ ও বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। তিনি জানান, নির্বাচনের আগে ও নির্বাচনের সময় সহিংসতার ঘটনার খবরে জাতিসংঘ মহাসচিব উদ্বেগ প্রকাশ করেছেন। সব পক্ষকে সব ধরনের সহিংসতা পরিহার করে মানবাধিকার ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধা দেখাতে জাতিসংঘ মহাসচিব আহবান জানিয়েছেন বলেও তার মুখপাত্র জানান।
এদিকে, কমনওয়েলথের মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বলেছেন, জাতীয় অগ্রাধিকার অর্জনে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের জন্য কমনওয়েলথ প্রস্তুত রয়েছে। তিনি জানান, বাংলাদেশের জনগণের সাথে কমনওয়েলথ পরিবারের সদস্যরা কাজ করতে আগ্রহী।
Leave a Reply