চাঁদপুরে ১৫ টি লাইসেন্সবিহীন ডায়াগণস্টিক সেন্টার
Apollotv24.com
চাঁদপুরে ২৪২ টি হাসপাতাল ও ডায়াগণস্টিক সেন্টারের মধ্যে ১৫ টি ডায়াগণন্টিক সেন্টারের লাইসেন্স নেই। বাকী ২২৭ টি হাসপাতাল ও ডায়াগণস্টিক সেন্টারে চিকিৎসা সেবা চলছে।
এ বিষয়ে বুধবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার কথা জানিয়েছেন সিভিল সার্জন মো. সাহাদাৎ হোসেন।
সিভিল সার্জন কার্যালয় থেকে জানা হয়, চাঁদপুর শহরে দুইটি, হাজীগঞ্জ, কচুয়া ও মতলবে দুইটি করে ডায়াগণস্টিক সেন্টারের লাইসেন্স নেই। জেলার হাইমচর উপজেলা ছাড়া বাকী সব কটি উপজেলায় লাইসেন্স বিহীন ডায়াগণস্টিক সেন্টার রয়েছে। তবে কয়েকটি হাসপাতালের লাইসেন্স নবায়ন প্রক্রিয়াধীন রয়েছে।
জেলা সিভিল সার্জন মো. সাহাদাৎ হোসেন বলেন, গেলো বছরের অভিযান পরিচালনা করে কয়েকটি ডায়াগণস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে। এখনো ১৫ টি ডায়াগণস্টিক সেন্টারের লাইসেন্স নেই। ওই ডায়াগণস্টিক সেন্টারগুলোর কার্যক্রম বন্ধের নির্দেশনা দেয়া রয়েছে বলেও জানান তিনি। তারপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কোনটার কার্যক্রম পরিচালিত হলে সেগুলোর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
Leave a Reply