নয় মাসের সন্তানকে বিক্রি করলো বাবা, ফেরত চান মা
Apollotv24.com রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ২১ ২০২৪
নয় মাসের শিশু সন্তানকে বিক্রি করে দিয়েছে বাবা ইকবাল মুন্সী। সেই সন্তানকে ফেরত চেয়ে ফরিদগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন মা নয়ন বেগম।
ঘটনাটি ফরিদগঞ্জ উপজেলার কামতা মুন্সিরহাট বাসার মুন্সির বাড়ীতে।
শনিবার দুপুরে চাঁদপুর আদালতের সমানে এই অভিযোগ তুলে ধরেন মা নয়ন বেগম।
অভিযোগে উল্লেখ করা হয়, তার নয় মাসের সন্তান ইসরাত ইভা। বিবাহের পর থেকে যৌতুকের টাকার জন্য মারধর করে। এক পর্যায়ে যৌতুকের টাকা বিবাদীগণকে না দেওয়ার কারণে গেলো ১৬ ডিসেম্বর জোর পূর্বক একটি তালাকনামা কাগজে ও ১০০/- টাকা মূল্যের ৩টি খালি ষ্ট্যাম্পে স্বাক্ষর নেন। তারপর বিবাদীগণ জানান স্বামীর সাথে তালাক হয়ে গেছে। ওই সময় তার কোলে থাকা ৯ মাসের বাচ্চাকে জোর পূর্বক ছিনাইয়া নেয়।
মা নয়ন বেগম জানান, স্বামীর বাড়ির এলাকার মেম্বার সুমন তার কাছ থেকে ৩০ হাজার টাকা নেয়। শালিশী বৈঠকের সময় যাতে তার বাচ্চাটা স্বামীর কাছে না দেয় সেজন্য এই টাকা নেয়। এই সন্তানকে ফেরত চাই। তা না হলে বেঁচে থেকে লাভ কি?