দৈনিক গোয়েন্দা সংবাদ
উইল স্মিথ! সারা পৃথিবীজুড়ে রয়েছে হলিউড এই অভিনেতার ভক্ত। সম্প্রতি, এক মিশরীয় সাংবাদিকের সাথে পডকাস্টের একটি সাক্ষাত্কারে গত রমজানে তার কোরআন পড়ার অনুভূতি প্রকাশ করেন। বলেন, কুরআন মাজিদের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছেন। এক প্রতিবেদনে ইন্ডিয়া টাইম্স এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, এই পবিত্র গ্রন্থকে ‘স্ফটিকের মতো স্বচ্ছ’ বলে বর্ণনা করেছেন তিনি। সেই সাথে, প্রশংসা করেছেন এর প্রাঞ্জলতারও। অভিনেতার ভাষায়, ‘কোরআন ‘স্পষ্ট ও সুন্দর’।
স্মিথ কুরআন থেকে একটি নীতির উপর জোর দিয়েছিলেন যা হল “প্রত্যেকটি আত্মা নিজের জন্য দায়বদ্ধ”। তিনি এই বিশ্বাসটিকে তার পিতামাতার কাছ থেকে গ্রহণ করেছিলেন। এরপর তিনি তার সন্তানদেরও এই শিক্ষা দিয়েছেন। যাতে তারা প্রত্যেকটি কাজের দায়িত্ব নিজেরাই গ্রহণ করতে সক্ষম করে।
Leave a Reply