বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি-২০২৪ ঘোষণা; মোঃ রাসেল শেখ-পুলিশ সুপার, কিশোরগঞ্জ ১ম সাংগঠনিক সম্পাদক।
মোহাম্মদ রুস্তম আলী
বিশেষ প্রতিনিধি কিশোরগঞ্জ
বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি-২০২৪ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ পুলিশের সম্মানিত আইজিপি জনাব চৌধুরী আব্দুল্লাহ্ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম এর প্রধান পৃষ্ঠপোষকতায় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত অফিসিয়াল প্যাডের মাধ্যমে ১৫৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়; এর মধ্যে সভাপতি ১জন, সহ-সভাপতি ৯জন, সাধারণ সম্পাদক ১জন, যুগ্ন-সাধারণ সম্পাদক ৭ জন, সাংগঠনিক সম্পাদক ৭জন, অন্যান্য পদে ২৮জন ও সদস্য রয়েছেন ১০২ জন।
বাংলাদেশে পুলিশ সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি-২০২৪ এর সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন জনাব মো: মনিরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম(বার), অতিরিক্ত আইজিপি, স্পেশাল ব্রাঞ্চ, ঢাকা এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছে জনাব মো: গোলাম মোস্তফা রাসেল , বিপিএম, পিপিএম(বার), পুলিশ সুপার, নারায়ণগঞ্জ।
কিশোরগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ রাসেল শেখ, বিপিএম-সেবা, পিপিএম(বার) কমিটির ১ম সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন। পুলিশ সুপার, কিশোরগঞ্জ বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি-২০২৪ এর ১ম সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হওয়ায় কিশোরগঞ্জ জেলা পুলিশের মধ্যে আনন্দমূখর পরিবেশ লক্ষ্য করা যায়।
Leave a Reply