1. admin@dailygoyendasongbad.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজার উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা আশ্রয় শিবিরগুলো ডেঙ্গুর ‘হটস্পট’ হয়ে উঠেছে। হাকিমপুর থানা পু্লিশ কর্তৃক হিলিতে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার।। পরিবেশ দূষন করে আসছে ফরিদগঞ্জ উপজেলার ৩ নং পূর্ব ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের পাচুর বাড়ির লোক জন। আদানির বকেয়া ১৭ কোটি টাকা এ মাসেই পরিশোধ করবে সরকার। চাঁদপুর শহরে অস্ত্র নিয়ে কিশোর গ্যাংয়ের মহড়া, আটক ৮ যে সব কারণে নিষিদ্ধ হলো ছাত্র লীগ। ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসায় নিয়োগ পরিক্ষায় ব্যাপক অনিয়ম। পিতা-মাতার হক আদায়ে সন্তানের যা করণীয়। ফরিদগঞ্জ সি.এইচ.সিপি’র সভাপতি সবুজ পাটোয়ারী সম্পাদক মোশাররফ। লিভ-ইনের প্রস্তাবে মায়ের অনুমতি নিতে বলেন কারিনা

সূর্যগ্রহণের দিন হাজারো দুর্ঘটনার শস্কা।

দৈনিক গোয়েন্দা সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ৩৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

দৈনিক গোয়েন্দা সংবাদ।

বিশ্বআমেরিকা
সূর্যগ্রহণের দিন হাজারো দুর্ঘটনার শঙ্কা!
ইনডিপেনডেন্ট ডেস্ক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৪, ০৪:৫৮ পিএম
প্রতীকী ছবি: পিক্সাবে
আগামী ৮ এপ্রিল বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হবে আমেরিকাসহ তিন দেশ। এই সূর্যগ্রহণের কারণে সেদিন মেক্সিকো, আমেরিকা ও কানাডায় সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলবে চাঁদ। ফলে দিন হবে রাতের মতো। এমন অবস্থায় ৮ এপ্রিল বিশেষ ট্রাফিক সতর্কতা জারি করেছে আমেরিকা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ৮ এপ্রিল সামনে রেখে ট্রাফিক সতর্কতা জারি করেছে আমেরিকার ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। তাতে বলা হয়, ৮ এপ্রিল সূর্যগ্রহণে বিমানপথে দুর্ঘটনার শঙ্কা রয়েছে। এ কারণে অভ্যন্তরীণ অনেক ফ্লাইট দেরি হবে। এ জন্য যাত্রীদের প্রস্তুতি নিয়ে রাখতে হবে।

দিন হবে রাতের মতো, স্কুল বন্ধ ঘোষণা করল যুক্তরাষ্ট্র দিন হবে রাতের মতো, স্কুল বন্ধ ঘোষণা করল যুক্তরাষ্ট্র
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এফএএ জানায়, শুধু অভ্যন্তরীণ অনেক ফ্লাইট দেরি হবে, এমন নয়। অনেক ফ্লাইট অন্য পথেও যেতে পারে। এতে লাগতে পারে সময়। ৮ এপ্রিল সূর্যগ্রহণের সময় কোন কোন বিমানবন্দর এই সংকটে পড়বে, তার তালিকাও প্রকাশ করেছে এফএএ।

এর আগে একই শঙ্কায় ৮ এপ্রিল আমেরিকার শত শত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। মার্কিন সাময়িকী নিউজউইকের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানায়, আগামী ৮ এপ্রিল স্থানীয় সময় সকাল ১১টা ৭ মিনিটে মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে। নাসার বিজ্ঞানীরা এই সূর্যগ্রহণকে বিশেষ বলে বর্ণনা করেছেন। কেননা, ৫৪ বছর পর এমন সূর্যগ্রহণ হচ্ছে। এর আগে ১৯৭০ সালে এমন সূর্যগ্রহণ হয়েছিল। ২০৭৮ সালে হতে পারে আবারও।

তবে বিরল এই সূর্যগ্রহণ নিয়ে উদ্বেগও রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। স্থানীয় কর্তৃপক্ষ সতর্ক করেছে, সূর্যগ্রহণের সময় সরাসরি সূর্যের দিকে তাকানোর ফলে চোখের স্থায়ী ক্ষতি হতে পারে। এছাড়া সূর্যগ্রহণ দেখার জন্য অনেক মানুষ রাস্তায় নামলে যানজট তৈরি হতে পারে। এতে স্থানীয় সংস্থাগুলোর ওপর চাপ বাড়তে পারে।

আমেরিকার টেক্সাস, ওকলাহোমা, আরকানসাস, মিসৌরি, ইলিনয়, কেনটাকি, ইন্ডিয়ানা, ওহাইও, পেনসিলভানিয়া, নিউইয়র্ক, ভার্মন্ট, নিউ হ্যাম্পশায়ার এবং মেইন অঙ্গরাজ্য থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে। এসব রাজ্যের স্কুল এরই মধ্যে বন্ধের কথা জানিয়ে দেওয়া হয়েছে।

এশিয়া থেকে এ বিরল সূর্যগ্রহণ দেখা যাবে না। তবে লাইভ স্ট্রিমের মাধ্যমে ঘটনাটি কিছুটা হলেও উপভোগ করার ব্যবস্থা থাকবে।

বিজ্ঞানীদের মতে, চন্দ্র ও সূর্য যখন কক্ষপথের একই সারিতে এসে পড়ে, তখন সূর্যগ্রহণ হয়। যখন সূর্যগ্রহণ হয়, তখন সূর্যের আলো সরাসরি চাঁদের গায়ে গিয়ে পড়ে। আর এ কারণে পৃথিবীতে চাঁদের ছায়া পড়ে। সূর্যগ্রহণের সময় চাঁদ অন্যান্য সময়ের চেয়ে পৃথিবীর কাছাকাছি থাকে। এ সময় পৃথিবীর একাংশের দর্শকদের চোখে সূর্য সম্পূর্ণরূপে চাঁদের আড়ালে থাকে। ফলে এ সময় পৃথিবীর ওই অংশ অন্ধকার দেখায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক গোয়েন্দা সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park