দৈনিক গোয়েন্দা সংবাদ।
স্বাধীনতার পর প্রথম গল্লাক নোয়াব আলী উবির ম্যানেজিং কমিটির নির্বাচন
স্বাধীনতার পর এই প্রথম গল্লাক নোয়াব আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। ২ এপ্রিল মঙ্গলবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে টানা ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান জানান, আমাদের এখানে ৮১৬ জন ভোটার রয়েছে, প্রার্থী ৮ জন। তার মধ্যে ৪৫০ জন ভোটার উপস্থিত হয়ে ভোট প্রয়োগ করেন।
উক্ত নির্বাচনের প্রিজাইডিং অফিসার ফরিদগঞ্জ উপজেলা শিক্ষা একাডেমি সুপার ভাইজার আব্দুল্লাহ আল মামুন বিজয়ী চার অভিভাবক সদস্যের নাম ঘোষণা করেন। বিজয়ী প্রথম হলেন, ইমান হোসেন, দ্বিতীয় মিজানুর রহমান ভদ্র, তৃতীয় কামাল হোসেন আখন ও চতুর্থ হলেন ইকবাল হোসেন পাটোয়ারী।
এর আগে এ গনতান্ত্রিক নির্বাচন নিয়ে স্থানীয় অভিভাবকরাসহ এলাকাবাসী বলেন, স্বাধীনতার পূর্বের স্কুল এ গল্লাক নোয়াব আলী উচ্চ বিদ্যালয়। অথচ এবারেই প্রথম এমন প্রকাশ্যে নির্বাচন হচ্ছে। বিষয়টি আমরা প্রজেটিভ হিসাবে দেখি। আগামি দিনে শিক্ষার মান উন্নয়নে নব-নির্বাচিত অভিভাবক সদস্যরা আরে ভালো মানের কাজ করে যাবে এমনটাই প্রত্যাশা থাকবে।
ফরিদগন্জ প্রতিনিধিঃ এইচ এম এমরান।
Leave a Reply