দৈনিক গোয়েন্দা সংবাদ।
হাজীগঞ্জ শেরাটন হোটেলসহ ৭ টি হোটেলকে ৫৩ হাজার টাকা জরিমানা।
——————————————–
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহানের নেতৃত্বে
হাজীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে (সোমবার) বিকালে ৭টি হোটেল কে ৫৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান বলেন, হাজীগঞ্জের অনেক হোটেল-রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশ খাবার রান্না ও পরিবেশন করা হয়। এবং যথাযথভাবে খাদ্যদ্রব্য সংরক্ষণও হয়না মর্মে প্রায়ই অভিযোগ আসে। এরই প্রেক্ষিতে জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
তথ্য মতে জানাযায়, শেরাটন হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১০ হাজার, বিশ্ব রোডে অবস্থিত রিজিক হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকাসহ স্টার হোটেল এন্ড রেস্টুরেন্টে, নোয়াখালী হোটেল, ভাই ভাই হোটেল, উজ্জ্বল হোটেল, অর্জুন হোটেলে অভিযান পরিচালনা করে আরো ৩৩ হাজার টাকা জরিমানাসহ মোট ৫৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
Leave a Reply