দৈনিক গোয়েন্দা সংবাদ।
এবার ফারাক্কায় ১০৯ গেট খুলল ভারত
কলকাতা সংবাদদাতা
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৪, ১৮:৪৫
ফারাক্কা বাঁধ। ছবি: সংগৃহীত
ভারতের বিহার, ঝাড়খন্ডে বন্যার কারণে পানির চাপ বাড়ায় ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। আজ সোমবার এক দিনেই বাংলাদেশের দিকে ছাড়া হয়েছে ১১ লাখ কিউসেক পানি। এতে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলাসহ বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।
বাংলাদেশকে বন্যা পরিস্থিতি ও পাহাড়ি ঢলের বিষয়ে অবহিত করা হয়েছে। প্রতি মুহূর্তে পানি ছাড়ার বিষয়ে তথ্য আদান–প্রদান করা হচ্ছে।
আজ সোমবার ব্যারেজ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিবেশী দুই রাজ্যে বন্যার কারণে ফারাক্কার ওপর ব্যাপক পানির চাপ পড়েছে। তবে স্বস্তির বিষয় হলো এখনো নেপাল থেকে পাহাড়ি ঢল নামেনি। ব্যারাজের বিপৎসীমার ৭৭.৩৪ মিটার পানি অতিক্রম করার পরেই বাধ্য হয়ে পানি ছাড়তে হচ্ছে। সে ক্ষেত্রে ফিডার ক্যানেলেও পানির পরিমাণ বাড়ানো হয়েছে। ফারাক্কা ব্যারাজের পানির বিপৎসীমা ২২.২৫ মিটার, সতর্কসীমা ২১.২৫ মিটার।
ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার আর দেশ পাণ্ডে বলেন, ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ সব সময় অ্যালার্ট রয়েছে। প্রতি মুহূর্তে নজরদারি চালানো হচ্ছে। খুব কম সময়ের মধ্যে যেভাবে পানির চাপ তৈরি হয়েছে তাতে ১০৯টি গেটের সব কটি খুলে না দিলে ব্যারাজের ওপর বড়সড় চাপ তৈরি হচ্ছিল। বড় ক্ষতি হয়ে যেতে পারত। আপাতত ফিডার ক্যানেলে ৪০ হাজার কিউসেক ও ডাউন স্ট্রিমে ১১ লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে।
ফারাক্কা থেকে পানি ছাড়ার ফলে ফারাক্কার আশপাশের গ্রামে প্রচুর পরিমাণে পানি ঢুকছে। ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
Leave a Reply