দৈনিক গোয়েন্দা সংবাদ।
রাষ্ট্র সংস্কারের কাজে দেশবাসীকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশেকে আর কখনো কেউ পুলিশি রাষ্ট্র বানাতে পারবে না।
জাতীয় জীবনে তরুণরা মহাসুযোগ তৈরি করেছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘স্বৈরাচার সরকার দেশত্যাগের পর আামরা এমন একটি দেশ গড়তে চাই যেখানে প্রতিটি নাগরিকের মানবাধিকার সুরক্ষিত থাকবে। আমরা এক পরিবার, আমাদের এক লক্ষ্য। কোনো ভেদাভেদ যেন আমাদের বিচ্ছিন্ন করতে না পারে।’
রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা এসময় আরও বলেন, ‘রাষ্ট্র সংস্কারের কাজে যে সমর্থন পাচ্ছি তার জন্য ধন্যবাদ। আমাদের কাছে প্রত্যাশা অনেক। আমরা সেই প্রত্যাশা পূরণে অঙ্গীকার বদ্ধ। যদিও দীর্ঘদিনের স্বৈরাচার সরকারের কাঠামো আমাদের চ্যালেঞ্জে মুখে ফেলেছে। এই চ্যালেঞ্জ মোকাবিলা করে আমাদের নতুন বাংলাদেশ গড়তে হবে। এজন্য আপনাদের ধৈর্য ধরতে হবে।’
ছাত্র-জনতার বিপ্লবের গৌরব ধরে রাখার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘কাউকে পদত্যাগে জোর করা, প্রতিষ্ঠানে ঢুকা দাবি আদায়ে জোর করা, মামলার চাপ ও আদালতে হামলা মতো ঘটনা ছাত্রজনতার বিপ্লবের গৌরব ম্লান হয়ে যাবে।