নিউজ ডেস্ক:- দৈনিক গোয়েন্দা সংবাদ।।
চাঁদপুর জেলা ফরিদগঞ্জ উপজেলার ৪ নং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আওয়ামীলীগের মেম্বার কামাল দৈর্ঘ ১৬ বছর যাবত সাধারণ মানুষ থেকে শুরু করে সাংবাদিক পর্যন্ত তার অত্যচারের হাত থেকে রেহাই পায় নি। সে নিজেকে ডন হিসাবে পরিচয় দিত। তার পেশি শক্তি হাত থেকে অনেকই রেহাই পায় নি। কোন সালিস করতে বললে আগেই টাকা দাবি করত। সে কামতা এলকায় বাবা খোর গাজা খোর দিয়ে পুলিশের সাথে লেয়াজু করে ব্যবসা করত। তাকে সাপোর্ট করার জন্য কিছু চাটুকার লালন পালন করত। সে ইউনিয়ন পরিষদের বয়স্ক ভাতা বিধবা ভাতা হতে শুরু করে গরীবদের ত্রান পর্যন্ত ভোগ করত এবং তার চাটুকার বাহিনীদের কে ত্রান দিয়ে তার হাতের মুঠোয় রাখত। সে নিজেও একজন জুয়াড়ি। বাংলাদেশ দ্বিতীয় বার স্বাধীন হওয়ার আগের রাতে কামতা বাজার আওয়ামীলীগ অফিসে তার গংদের নিয়ে দেশিও অস্ত্র বোঝাই করে রাখে বি এন পি র মানুষকে মারার জন্য। এখন দেখছি এত দিন কামালের সাথে যারা সংঙ্গ দিত এখন তারা বি এন পি র কান্ডারি। ধারা বাহিক ভাবে তাদের নাম ইনশাআল্লাহ প্রকাশ করব। যে বি এন পি র লোকগুলো আজ তাদেরকে আশ্রয় প্রশয় দিচ্ছে তাদেরকে ও আইনের আওতায় আনা হোক। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি কমাল মেম্বার ও তার গংদের গ্রেফতার করা হোক।