ফরিদগঞ্জ সি.এইচ.সিপি’র সভাপতি সবুজ, সম্পাদক মোশাররফ
দৈনিক গোয়েন্দা সংবাদ নিউজ ডেস্ক ঢাকা।
আগামী তিন বছরের জন্য ফরিদগঞ্জ উপজেলার কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশন (সি এইচ সিপি’র) নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ৪ নং সুবিদপুর ইউনিয়নের বড় গাঁও কমিউনিটি ক্লিনিকের সি এইচ সিপি মোঃ মোস্তফা কামাল সবুজ পাটোয়ারী, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ১১ নং চর দুঃখিয়া ইউনিয়নের সন্তোষপুর কমিউনিটি ক্লিনিকের সি এইচ সিপি মোঃ মোশাররফ হোসেন।
জানা যায়, রবিবার সকাল ১১ টা হইতে দুপুর ২ টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে সকল ভোটারদের উপস্থিতিতে ব্যালট পেপারের মাধ্যমে এই নির্বাচন সম্পূর্ণ হয়। এতে সভাপতি হিসেবে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন, উপাধিক কমিউনিটি ক্লিনিকের সি.এইচ.সিপি আব্দুল কাদির সোহাগ। সাধারণ সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন নোয়াগাঁও কমিউনিটি ক্লিনিকের সি.এইচ.সিপি আখতারুজ্জামান চৌধুরী। নির্বাচনে মোট ৩৬ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন।
নির্বাচিত সভাপতি মোঃ মোস্তফা কামাল সবুজ পাটোয়ারী ও সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ পাটোয়ারী নির্বাচনে দায়িত্বশীল কর্মকর্তাদের প্রতি এবং সকল ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে। এবং আগামীতে তারা সকলের সহযোগিতা কামনা করে।
নির্বাচনে নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেন ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আসাদুজ্জামান জুয়েল ও আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার পারভেজ আহমেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন চাঁদপুর জেলা সি এইচ সিপি’র সভাপতি কামরুল হাসান বাবলু।
Leave a Reply