দৈনিক গোয়েন্দা সংবাদ।
মোহাম্মদ আমিন উল্লাহ আমিন
কক্সবাজার
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবিরগুলো ডেঙ্গুর‘হটস্পট’ হয়ে উঠেছে। শীত মৌসুমেও এই দুই উপজেলার ৩৩টি ক্যাম্পে গড়ে ৫০ জন রোহিঙ্গার ডেঙ্গু শনাক্ত হচ্ছে। চলতি বছরে ১ জানুয়ারি থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সেখানে ১৪ হাজার ৪০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। এ সময়ে মারা গেছেন ৯ জন।
এর আগের দুই বছরের তুলনায় এ বছর ডেঙ্গুতে মৃত্যুর হার কমেছে। তবে আক্রান্তের হার বেড়েছে। রোহিঙ্গা আশ্রয়শিবিরের পাশাপাশি কক্সবাজারের নয় উপজেলার ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। তবে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে স্থানীয় বাসিন্দাদের মৃত্যু হয়নি বলে জানিয়েছে জেলা সিভিল সার্জনের কার্যালয়।
চলতি বছরের ২ ডিসেম্বর পর্যন্ত জেলায় ২০ হাজার ১০৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তের মধ্যে ৬ হাজার ৬৭ জন স্থানীয় বাংলাদেশি। বাকিরা রোহিঙ্গা নাগরিক। এ সময়ে হাসপাতালে চিকিৎসাধীন ৬ রোহিঙ্গার মৃত্যু হয়। এ ছাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাড়িতে আক্রান্ত আরও তিন রোহিঙ্গা নাগরিকের মৃত্যু হয়েছে।
সিভিল সার্জন ও শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের জুলাই মাস পর্যন্ত আক্রান্ত ছিল ৪ হাজার ২৪৭ জন। আগস্টে আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়তে থাকে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে রোহিঙ্গা ক্যাম্পে ৯১০ জন রোগী শনাক্ত এবং ৪ জনের মৃত্যু হয়। সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত তিন মাস রোহিঙ্গা ক্যাম্প ও জেলার নয় উপজেলায় ডেঙ্গু রোগীর প্রকোপ বেশি দেখা দেয়।