দৈনিক গোয়েন্দা সংবাদ।
মাহবুব হোসেন মেজর দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার হাকিমপুরের হিলিতে রাস্তার পাশে অজ্ঞাত এক ব্যক্তির (৬০) মরদেহ উদ্ধার করেছে হাকিমপুর থানা পুলিশ।
গত সোমবার (২ ডিসেম্বর) দুপরে হিলি বাজার থেকে সিপি রোডে যাওয়ার পথে হুমায়ন কবিরের ফাঁকা জায়গা পৌর শহরের মাস্টার পাড়া এলাকা থেকে এই মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সুজন মিঞা।
ওসি সুজন মিঞা বলেন, গত তিন থেকে চার দিন যাবৎ এই অজ্ঞাত ব্যক্তি হিলি বাজার, রেলস্টেশন এবং হিলির বিভিন্ন আশ পাশের এলাকায় ঘুরতেছিল। এতে স্থানীয়দের ধারণা মৃত ব্যক্তি একজন পাগল ছিলেন। আজ দুপুরে পৌর শহরের মাস্টার পাড়া এলাকায় জনৈক হুমায়ুন কবিরের ফাঁকা জায়গায় মৃত ব্যক্তি পরে কাতরাতে ছিল। ধারণা করা হয় তিনি যোহর এর নামাজের পরে মারা গেছেন। হাকিমপুর থানার অফিসার ইনচার্জ( ওসি) মোঃ সুজন মিঞা ও এস আই মিজান খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনা স্থলে এসে প্রাথমিক সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে হাকিমপুর থানায় একটি ইউ ডি মামলা দায়ের করা হয়েছে।
যেহেতু মরদেহ শনাক্ত করা সম্ভব হয় নাই , তাই ইনভেষ্টিগেশন অব পুলিশ (পিবিআই) দিনাজপুর এর দ্বারা ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।