1. admin@dailygoyendasongbad.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজার উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা আশ্রয় শিবিরগুলো ডেঙ্গুর ‘হটস্পট’ হয়ে উঠেছে। হাকিমপুর থানা পু্লিশ কর্তৃক হিলিতে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার।। পরিবেশ দূষন করে আসছে ফরিদগঞ্জ উপজেলার ৩ নং পূর্ব ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের পাচুর বাড়ির লোক জন। আদানির বকেয়া ১৭ কোটি টাকা এ মাসেই পরিশোধ করবে সরকার। চাঁদপুর শহরে অস্ত্র নিয়ে কিশোর গ্যাংয়ের মহড়া, আটক ৮ যে সব কারণে নিষিদ্ধ হলো ছাত্র লীগ। ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসায় নিয়োগ পরিক্ষায় ব্যাপক অনিয়ম। পিতা-মাতার হক আদায়ে সন্তানের যা করণীয়। ফরিদগঞ্জ সি.এইচ.সিপি’র সভাপতি সবুজ পাটোয়ারী সম্পাদক মোশাররফ। লিভ-ইনের প্রস্তাবে মায়ের অনুমতি নিতে বলেন কারিনা

কখন গোসল করা স্বাস্হ্যর জন্য ভালো -সকালে নাকি রাতে।

দৈনিক গোয়েন্দা সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪
  • ৩০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

Apollotv24.com

সুস্থতা
কখন গোসল করা স্বাস্থ্যের জন্য ভালো—সকালে নাকি রাতে? বিশেষজ্ঞরা যা বলছেন
সকালে ঘুম থেকে উঠে গোসল সেরে বাইরে যাওয়ার অভ্যাস অনেকেরই। অনেকে আবার কাজ শেষে বাইরে থেকে ফিরে একেবারে সন্ধ্যায় বা রাতে গোসল সেরে নেন। প্রথম পক্ষের লোকজন বিশ্বাস করেন, সকালের গোসল শরীরকে সারা দিনের জন্য প্রস্তুত করে দেয়। বিপরীতে অপর পক্ষের লোকজন মনে করেন, দিন শেষে গোসল করলে সারা দিনের ক্লান্তি দূর হয়; রাতের ঘুমটাও হয় ভালো। এই দুই পক্ষ ছাড়াও আরও এক পক্ষ আছে, যারা সকালে এবং রাতে—দিনের দুই সময়ই গোসল করতে অভ্যস্ত। প্রশ্ন হলো, ঠিক কোন সময়ের গোসল স্বাস্থ্যের জন্য বেশি উপকারী? শারীরিক ও মানসিক কয়েকটি বিষয় বিবেচনা করে দেখা গেছে, দুই সময়ের গোসলেরই কিছু ভালো ও মন্দ দিক আছে। জেনে নিন বিস্তারিত—

Apollotv24.com

আপডেট: ২৯ জানুয়ারি ২০২৪, ১৫: ১৭
ফলো করুন
শারীরিক ও মানসিক কয়েকটি বিষয় বিবেচনা করে দেখা গেছে, দুই সময়ের গোসলেরই কিছু ভালো ও মন্দ দিক আছে। মডেল: রাতুল
শারীরিক ও মানসিক কয়েকটি বিষয় বিবেচনা করে দেখা গেছে, দুই সময়ের গোসলেরই কিছু ভালো ও মন্দ দিক আছে। মডেল: রাতুলছবি: কবির হোসেন
রাতে উষ্ণ পানি দিয়ে গোসল করলে যা হয়
রাতে যখন আমাদের ঘুমানোর সময় হয়, তখন শরীরের সারকাডিয়ান রিদম বা জৈবছন্দ শরীরের অভ্যন্তরীণ মূল তাপমাত্রা কমিয়ে দেয়। এই তাপমাত্রা হ্রাসের ঘটনা আমাদের মস্তিষ্কককে ঘুম আনয়নের তাগিদ দেয়। এর ঠিক উল্টোটা ঘটে সকালে ঘুম থেকে ওঠার সময়। সকালবেলা ঘুম ভাঙার সময় হলে শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা আবার বাড়তে শুরু করে। ফলে ঘুমন্ত মস্তিষ্ক জেগে ওঠার জন্য প্রস্তুত হতে থাকে।

রাতে গোসল করার পানিটা ঠান্ডা নাকি উষ্ণ—তার প্রভাব আছে আমাদের ঘুমের ওপর। মার্কিন চিকিৎসক ও ঘুমবিষয়ক পরামর্শক ড. রবার্ট ওয়েক্সমেন বলেন, রাতে ঘুমের আগে উষ্ণ পানি দিয়ে গোসল করে নিলে শরীরের অভ্যন্তরীণ মূল তাপমাত্রা কমে যেতে শুরু করে। ফলে ঘুম আসে দ্রুত এবং ঘুমটা হয় আরামদায়ক। তবে তিনি এ–ও বলেন, যদিও রাতে উষ্ণ পানি দিয়ে গোসল করা ঘুমের জন্য ভালো, এটি না করলেও তেমন কোনো ক্ষতি নেই। কেননা, আমাদের শরীরের সারকাডিয়ান রিদম নিজে থেকেই শরীরের তাপমাত্রা কমিয়ে দিয়ে ঘুম আনয়নে সাহায্য করে।

ওয়েক্সমেনের মতে, কেউ যদি রাতে ঘুমের আগে উষ্ণ পানি দিয়ে গোসল করার উপকারিতা ভালোভাবে পেতে চায়, তাহলে রাতে ঘুমের আগে অন্তত আধঘণ্টা বা তারও কম সময়ের মধ্যে গোসলটা সেরে নিতে হবে।

রাতে ঠান্ডা পানি দিয়ে গোসল করলে যা হয়
অনেকে আবার রাতে ঘুমানোর আগে ঠান্ডা পানি দিয়ে গোসল করতে পছন্দ করেন। তাঁরা মনে করেন, ঠান্ডা পানি দিয়ে গোসল করলে ঘুমটা ভালো হয়। যদিও ওয়েক্সমেন এ ঘটনার বৈজ্ঞানিক সত্যতা নেই বলে জানিয়েছেন। তিনি বলেন, রাতে ঠান্ডা পানি দিয়ে গোসল করলে শরীরের ‘ব্রাউন ফ্যাট’ বা বাদামি অ্যাডিপজ টিস্যু সক্রিয় হয়। এই বাদামি অ্যাডিপজ টিস্যুগুলো অন্য সময় শক্তি সঞ্চয় করে রাখে। পরে শরীর ঠান্ডা হলে এই টিস্যু সঞ্চিত শক্তি ক্ষয় করে শরীরকে উষ্ণ রাখতে সাহায্য করে। ব্রাউন ফ্যাট বা বাদামি অ্যাডিপজ টিস্যু সক্রিয় হলে আবার ঘুম দ্রুত আসে। তবে ঘুমানোর আগে খুব ঠান্ডা পানি দিয়ে গোসল করলে আমাদের ত্বকে রক্তপ্রবাহ কমে গিয়ে শরীরের অভ্যন্তরীণ মূল তাপমাত্রা বেড়ে যায়। তাপমাত্রা বেড়ে যাওয়ার এই ঘটনা ব্রাউন ফ্যাট সক্রিয় হওয়ার ফলে ঘুম দ্রুত আসার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। অর্থাৎ রাতে ঠান্ডা পানি দিয়ে গোসলের তেমন কোনো বৈজ্ঞানিক উপকারিতা নেই।

তাই সব দিক বিবেচনা করে এটা বোঝা গুরুত্বপূর্ণ যে গোসল সকাল সকাল সেরে নেওয়াই ভালো। ওয়েক্সমেন মনে করেন, রাতে কারোর ঘুম ঠিকঠাক হোক বা না হোক, সকালে ঘুম থেকে উঠে গোসলটা সেরে নিলে শরীরে ঘুম ঘুম ভাবটা আর থাকে না।

রাতে ঘুমানোর আগে গোসল দিবে আরাম। মডেল : সৌমি
রাতে ঘুমানোর আগে গোসল দিবে আরাম। মডেল : সৌমিছবি : কবির হোসেন
ত্বকের ওপর সকালে বা রাতে গোসলের প্রভাব যেমন
সকালে বা রাতে—গোসল যখনই হোক, ত্বকের জন্য তা উপকারই বয়ে আনে। কানাডিয়ান চর্মরোগবিশেষজ্ঞ ড. জুলিয়া ক্যারোল জানান, দিনে আপনি কখন গোসল করলেন, তা আমাদের ত্বকের স্বাস্থ্যের জন্য তেমন পার্থক্য বয়ে আনে না। গোসল করলে ত্বক পরিষ্কার হয়, তেল এবং অন্যান্য দূষণকারী পদার্থ দূর হয়। তবে রাতে গোসল করলে সারা দিনে ত্বকে জমা হওয়া ধুলা-ময়লা ও জীবাণু শরীর থেকে অপসারিত হয়।

জুলিয়া বলেন, নিয়মিত গোসলের মতো গোসলের পর যথাযথ ময়েশ্চারাইজিংও ত্বকের জন্য গুরুত্বপূর্ণ। খুব গরম পানি দিয়ে গোসল করলে ত্বকের প্রাকৃতিক ময়েশ্চারাইজার ক্ষয়ে গিয়ে ত্বককে করে দেয় শুষ্ক, সৃষ্টি হতে পারে প্রদাহ। তাই দিনে যখনই গোসল করুন না কেন, গোসলের সময় ফুটন্ত গরম পানি ব্যবহার না করে কুসুম কুসুম গরম পানি ব্যবহার করুন। গোসলের পরপরই ভালো কোনো (ত্বকে প্রদাহ সৃষ্টি করবে না এমন) ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।

জুলিয়া মনে করিয়ে দিয়েছেন, সকালে অনেকেরই কাজে বের হওয়ার তাড়া থাকে। ফলে সকালে গোসলের পর অনেকেই ঠিকমতো ময়েশ্চারাইজার ব্যবহার করার জন্য পর্যাপ্ত সময় পান না। এদিক থেকে রাতে গোসল করার পর হাতে বেশ কিছু সময় পাওয়া যায় বলে ময়েশ্চারাইজার ব্যবহার করে ত্বক আর্দ্র রাখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক গোয়েন্দা সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park