সুবিদপুর ইউপির ৭নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত।
দৈনিক গোয়েন্দা সংবাদ নিউজ ডেস্ক ঢাকা।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ওই সময় ঘোষণা করা হয় স্থানীয় ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম। এতে সভাপতি হিসেবে মোঃ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে মোঃ আরিফ হোসেন কে ঘোষণা করেন।
শনিবার (৫ই অক্টোবর) বিকেলে লক্ষীপুর গফুর চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সম্মেলনে মোঃ আবুল খায়ের চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ৩ নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের সাধারণ সম্পাদক আলহাজ্ব ঈমাম হোসেন।
সম্মেলন শেষে ইউনিয়নের আনন্দ বাজারে ৭নং ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন করেন নেতাকর্মীরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন এর সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন মিয়াজী, সাধারণ সম্পাদক আলহাজ্ব ঈমান হোসেন, সাংগঠনিক সম্পাদক ফারুক মোল্লা,উপজেলা সহ-গণশিক্ষা সম্পাদক আহসান হাবিব, ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন যুবদলের আহ্ববায়ক এমরান হোসেন, সদস্য সচিব আব্দুল কুদ্দুস (রিহাব) মিজি,এবং ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মনির হোসেন মোল্লা,সহ-সভাপতি নাসির হোসেন (মোল্লা),যুগ্ন সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী হাসান মাসুম,সৌদি প্রবাসী যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আরিফসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
Leave a Reply