1. admin@dailygoyendasongbad.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজার উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা আশ্রয় শিবিরগুলো ডেঙ্গুর ‘হটস্পট’ হয়ে উঠেছে। হাকিমপুর থানা পু্লিশ কর্তৃক হিলিতে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার।। পরিবেশ দূষন করে আসছে ফরিদগঞ্জ উপজেলার ৩ নং পূর্ব ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের পাচুর বাড়ির লোক জন। আদানির বকেয়া ১৭ কোটি টাকা এ মাসেই পরিশোধ করবে সরকার। চাঁদপুর শহরে অস্ত্র নিয়ে কিশোর গ্যাংয়ের মহড়া, আটক ৮ যে সব কারণে নিষিদ্ধ হলো ছাত্র লীগ। ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসায় নিয়োগ পরিক্ষায় ব্যাপক অনিয়ম। পিতা-মাতার হক আদায়ে সন্তানের যা করণীয়। ফরিদগঞ্জ সি.এইচ.সিপি’র সভাপতি সবুজ পাটোয়ারী সম্পাদক মোশাররফ। লিভ-ইনের প্রস্তাবে মায়ের অনুমতি নিতে বলেন কারিনা

সাংবাদিকদের কেন জেলে যেতে হয়??

দৈনিক গোয়েন্দা সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ১৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

সাংবাদিকদের কেন জেলে যেতে হয়?

বাংলাদেশে একটি সংবাদ প্রকাশে অসঙ্গতিকে কেন্দ্র করে একজন সাংবাদিককে গ্রেপ্তারের ঘটনাকে ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে আইনের অপব্যবহার হিসেবে দেখছেন গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্টরা।

২০১৮ সালে ডিজিটাল নিরাপত্তা আইন পাশ হওয়ার পর থেকেই এর অপব্যহারের সুযোগ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। আবার এটি আলোচনায় এসেছে ২৯শে মার্চ ভোরে সাংবাদিক শামসুজ্জামানকে নিজ বাসা থেকে মধ্যরাতে আটকের ঘটনায়।

দ্রব্যমূল্য নিয়ে দৈনিক প্রথম আলোতে করা একটি প্রতিবেদনে শিরোনাম এবং ছবির মধ্যে অসঙ্গতির জের ধরে সাংবাদিক শামসুজ্জামানকে সাদা পোশাকে বাসা থেকে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পরে জানানো হয় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সাংবাদিকদের পেশাগত ভুল-ত্রুটি শুধরানোর জন্য অনেক আগে থেকেই বিভিন্ন উপায় আছে। আইনী পন্থায় এগোতে চাইলেও আছে একাধিক আইন। এমনকি একটি বিশেষ বিচারিক প্রতিষ্ঠানও রয়েছে।

কিন্তু সব বাদ দিয়ে বারবার ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহারকে ‘উদ্দেশ্যমূলক’ বলে মনে করছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মীরা।

‘দেশে কি আর কোন আইন নেই’

গত ২৯ মার্চ ভোরে নিজ বাসা থেকে তুলে নেয়ার প্রায় ৩০ ঘণ্টা পর ডিজিটাল নিরাপত্তা আইনে করা একটি মামলায় সাংবাদিক শামসুজ্জামানকে আদালতে তোলা হয়।

এসময়ের মধ্যে কারা তাকে তুলে নিয়েছিল, কোথায় রাখা হয়েছিল সে সম্পর্কে কোন খোঁজ পাওয়া যায়নি।

একইদিন বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে মামলা রুজু হওয়ার বিষয়টি গণমাধ্যমকে জানান।

সাদা পোশাকে তুলে নেয়ায় কোন বাহিনী শামসুজ্জামানকে নিয়ে গিয়েছিল সেই বিষয়টিও স্পষ্ট ছিল না।

ভয় দেখিয়ে দমিয়ে রাখার উদ্দেশ্যেই এরকম ঘোলাটে ও উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করা হয়েছে বলে মনে করছেন স্বাধীন গণমাধ্যম নিয়ে কাজ করা ব্যক্তিরা।

সাংবাদিকদের মধ্যে ভীতি স্থাপন এবং সেলফ সেন্সরশিপের উদ্দেশ্যে ডিজিটাল নিরাপত্তা আইন ব্যবহার করা হচ্ছে বলে মনে করেন সম্পাদক পরিষদের সভাপতি এবং ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম।

ডিজিটাল নিরাপত্তা আইনের ২০টি ধারাতে সাংবাদিকদের শাস্তি দেয়া যায়, যার মধ্যে ১৪টিই অজামিনযোগ্য।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক গোয়েন্দা সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park